প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : চলটি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে আপাতত মাঠে গড়াচ্ছে না এই টুর্নামেন্টটি। সোমবার (২ জুন) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়ায় এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে এই সময়ে সেখানে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ১৪ বছর পর শ্রীলঙ্কায় দেখা দিয়েছে চিকুনগুনিয়া। ২০২৪ সালের শেষের দিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাব দেখা যায়। ২০২৫ সালের মে মাসের প্রতিবেদনেও পাওয়া গেছে চিকুনগুনিয়ার উপস্থিতি।
যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভূক্ত দেশ শ্রীলঙ্কা। কোন কোন জায়গা চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মারিশিয়াস, মায়োতে, রিইউনিয়ন ও সোমালিয়ার পাশাপাশি শ্রীলঙ্কাও আছে।
এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest