প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে র্যালী ও সমাবেশের আয়োজন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গোলাপগঞ্জ শাখা, সিলেট। আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী সকাল ১১ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা সদরে এই আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় গোলাপগঞ্জ উপজেলা শাখার এলডিপির সভাপতি ফজলে রাব্বি করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা লিভারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি আনোয়ার মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক অধ্যাপক রাণা খন্দকার। কিন্তু ইতিহাস বিকৃত করা হয়েছে, তাকে ভাষা সৈনিকের মর্যাদা দেওয়া হয়নি। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম পন্থিরাই দেশ গঠনের কাজ করেছে। আওয়ামী লীগ এ দেশে হত্যা, খুন, ধর্ষণ, লুটের রাজনীতি করিতেছে। তিনি আরো বলেন, কোন সন্ত্রাসের জায়গা এদেশে হবে না। জুলুম নির্যাতন, ঘুষ, দুর্নীতি আর এদেশে চলতে দেওয়া হবে না। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সকল অফিস-আদালতে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। বাংলাদেশকে একটি ইনসাফ মূলক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে।
সবায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেয়ার আহবান
জানান। সবায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেয়ার আহবান জানান।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সহ-সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলাম, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক, গোলাপগঞ্জ ইউনিয়ন এলডিপির সভাপতি মো. আল আমিন, ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest