অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

6

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকবছর ধরে তিনি ক্যান্‌সারে ভুগছিলেন।

6

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন।

4

 

5

তিনি বলেন, ‘সাংকো পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা নিচ্ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল), সেখানেই আজ (বৃহস্পতিবার) দুপুরে মারা যান। হাসপাতাল থেকে তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আগামীকাল শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।’

 

সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সাংকো।

 

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন খল অভিনেতা সাংকো পাঞ্জা। সেসময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত কাজ করতে পারতেন না তিনি। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল সাংকোর পরিবার। চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে ৫ লাখ টাকা পেয়েছিলেন তিনি।

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2