বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৫

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

3

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি।

 

বৃহস্পতিবার (২৯ মে) সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

4

 

2

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।

3

 

5

আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে বলেছে, সাগরের সৃষ্টি হওয়া এ নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো স্থানে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়ার বার্তায়।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6