প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫
নিজস্ব প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, গত (৮মে) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার স্বাক্ষরিত এই ১২টি স্হানে অস্হায়ী গরুর হাট স্থাপনের অনুমোদনের জন্য ৪৬.০৭.০০০০.০১৬.৩১.০০৫.২১-৬৯৯ নং স্বারকে একটি আবেদন পাঠানো হয়।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটে কোরবানীর পশুর হাটের জন্য টেন্ডার আহ্বান করে সিলেট সিটি কর্পোরেশন। তবে সিলেট মহানগরীতে এবার ৬টি অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি নিয়ে টেন্ডার আহ্বান করা হয়েছে। সিসিক সূত্র থেকে জানা গেছে, গত বছরের আলোকে এই বছরও কোরবানীর পশুর ১২টি হাটের আবেদন জমা পড়েছে। কিন্তু এখন পর্যন্ত ১২টি হাটের সিদ্ধান্ত ঝুলে রয়েছে কর্তৃপক্ষের কাছে। অচিরেই আবেদনকৃত এই হাটের সিদ্ধান্ত আসবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
তিনি বলেন, ১২টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে আবেদন জমা পড়েছে এখন পর্যন্ত কোনো আবেদন বাছাই করা হয় নি। সিলেট মহানগরী এলাকায় এইবছর ৬টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে দরপত্র আহ্বান করা হয়। সেগুলোও মঙ্গলবার সিদ্ধান্ত দেয়া হবে।
প্রতিবছর কোরবানীর ঈদ আসলে সরকারি অনুমোদিত হাটের নির্দিষ্ট সংখ্যা থাকলেও অবৈধ হাটের ছড়াছড়ি লেগে থাকে। বিশেষ করে নগরীর বিভিন্ন এলাকায় বেশিরভাগ হাট বিড়ম্বনা হতে দেখা যায়। সময়ের সাথে সাথে পুরো নগরীর বিভিন্ন রাস্তা যেন কোরবানীর অস্থায়ী পশুর হাটে পরিণত হয়। আওয়ামী সরকারের পটপরিবর্তনের পর এই বছর জনসাধারনের প্রত্যাশাও যেন সিসিকের অনুমোদিত হাটের বাইরে অবৈধ কোনো হাট না থাকা।
জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন থেকে ৬টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে শনিবার (২৪ মে) থেকে সোমবার (২৬ মে) বিকাল ৪টা পর্যন্ত ক্রয়ের সময় বেধে দিয়ে দরপত্র আহ্বান করা হয়। এরমধ্যে মঙ্গলবার (২৭ মে) বেলা ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় বেধে দেওয়া হয়। দরপত্র আহ্বান চাওয়া হাটগুলো হলো- নগরীর মিড়াপাড়াস্থ আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালি জায়গা, টুকের বাজারস্থ তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, মাছিমপুর কয়েদির মাঠ সংলগ্ন খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোডের খালি জায়গা ও শাহপরাণ (রহ.) বাজার সংলগ্ন খালি জায়গা।
সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এবার সিসিকের পক্ষ থেকে নগরীর ১২টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এই হাটগুলো হচ্ছে- সিলেট নগরীর দক্ষিণ সুরমার পারাইরচক ট্রাক টার্মিনাল, দক্ষিণ সুরমার সিলেট সিটি কর্পোরেশন মালিকানাধীন তেতলীর এস ফল্ট মাঠ, কাজির বাজার ব্রিজের নীচ বাবনা পয়েন্ট হতে বরইকান্দি গোপশহর রোড পর্যন্ত সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা, মাছিমপুর কয়েদির মাঠ সংলগ্ন খালি জায়গা, নগরীর ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ (রহ.) বাজার সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোডের খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, টুকের বাজারস্থ তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, আখালীয়া নবাবী জামে মসজিদ মাঠ সংলগ্ন এলাকা, পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা ও নগরীর মিড়াপাড়াস্থ আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালি জায়গা। ইতোমধ্যে সিসিকের পক্ষ থেকে এসব স্থানে হাট চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদন পেলেই সিসিকের পক্ষ থেকে ইজারা কার্যক্রম শেষ করা হবে বলে জানা যায়।
অন্যদিকে ১২টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতির পরিপ্রেক্ষিতে ৫টি হাটের অনুমতি বাতিল করা হয়েছে একটি মহল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাতিল হওয়া প্রচারিত সেই সেগুলো হলো- নগরীর ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা, আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা, কাজির বাজার ব্রিজের নীচ বাবনা পয়েন্ট হতে বরইকান্দি গোপশহর রোড পর্যন্ত সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা, পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, দক্ষিণ সুরমার সিলেট সিটি কর্পোরেশন মালিকানাধীন তেতলীর এস ফল্ট মাঠ।
দরপত্র আহ্বানের সূত্রে জানা যায়, এই বছর রেল লাইন এবং জাতীয়/ আঞ্চলিক মহাসড়কের উপর বা সন্নিকটে পথচারী/যান চলাচলে বিঘ্ন ঘটে ওই সকল স্থানে কোরবানীর পশুর হাট করা যাবে না এবং গাড়ি থেকে কোরবানীর পশু লোড-আনলোড করা যাবে না। রাস্তাঘাট/ মাঠ কাটা কিংবা কোনো প্রকার গর্ত করা যাবে না। নির্ধারিত স্থান ছাড়া মাঠ সংলগ্ন রাস্তার পাশে খালি জায়গায় কোনো ধরনের কোরবানীর পশু কেনা-বেচা করা যাবে না।
এই বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।
অন্যদিকে ১২টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতির পরিপ্রেক্ষিতে ৫টি হাটের অনুমতি বাতিল করা হয়েছে একটি মহল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এর ভিত্তি সম্পর্কে জানতে চাইলে সিলেট সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেট মহানগরী এলাকায় এইবছর ৬টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে দরপত্র আহ্বান করা হয়। আগামী মঙ্গলবার (২৭ মে) দুপুর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় বেধে দেওয়া হয়। এর পরেই সিদ্ধান্ত নেয়া হবে কে বা কারা উল্লেখিত এই ৬টি পশুর হাটের ইজারা পেয়েছেন। তবে ১২টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে আবেদন জমা পড়েছে এখন পর্যন্ত কোনো আবেদন বাছাই করা হয় নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest