প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫
নিউজ ডেস্ক : উজানের হালকা বৃষ্টিপাতের কারণে সিলেট জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জেলা শহর ছাড়া সিলেট বিভাগীয় শহরের বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে বলে জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেট।
বৃহস্পতিবার (২২ মে) থেকে সিলেটের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে তবে বিশেষকরে খুব কম অঞ্চলে এই বৃষ্টিপাত হয়েছে। আবার অন্যদিকে সিলেট ছাড়া অন্যান্য উপজেলা ও জেলা শহরে পূর্ববর্তী ২৪ ঘন্টায় কোনো ধরনের বৃষ্টিপাতের খবর পাওয়া যায় নি। আর তাইতো সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকভাবে কমতে শুরু করেছে।
পাউবো’র তথ্যমতে, বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে শুক্রবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের প্রত্যেকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে কিন্তু পাশাপাশি সিলেট জেলা শহরের আওতাধীন সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ২২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি ৯৫ সেন্টিমিটার, সিলেটের জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে কুশিয়ার নদীর পানি ৬৯ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে কুশিয়ার নদীর পানি ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
সিলেট ভ্রমণ প্যাকেজ
এমতাবস্থায় বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে শুক্রবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগ ও জেলার বিভিন্ন নদ-নদীর পানি কমছে বলে জানা গেছে। সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৫ সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার, দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার, শক্তিয়ারখোল পয়েন্টে যাদুকাটা নদীর পানি ৩৯ সেন্টিমিটার, মনুরেলব্রিজ পয়েন্টে মনু নদীর পানি ১৬৩ সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি ১১১ সেন্টিমিটার, কমলগঞ্জ পয়েন্টে ধলাই নদীর পানি ১২৫ সেন্টিমিটার, জাফলং পয়েন্টে ডাউকী নদীর পানি ৩৫ সেন্টিমিটার, জৈন্তাপুরের সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি ৪৯ সেন্টিমিটার, গোয়াইনঘাটের জাফলং পয়েন্টে পিয়াইন নদীর পানি ২২ সেন্টিমিটার পানি কমছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড সিলেটের সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি ৫ সেন্টিমিটার, সিলেটের জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে কুশিয়ার নদীর পানি ১৬ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১৯ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে কুশিয়ার নদীর পানি ৩ সেন্টিমিটার, জাফলং পয়েন্টে ডাউকী নদীর পানি ৭৩ সেন্টিমিটার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আবার সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার, কানাইঘাটে লোভাছড়া পয়েন্টে লোভা নদীর পানি ১৬ সেন্টিমিটার, সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি ৪৭ সেন্টিমিটার, গোয়াইনঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি ২৮ সেন্টিমিটার, ইসলামপুর পয়েন্টে ধলাই নদীর পানি ১২ সেন্টিমিটার পানি কমেছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে শুক্রবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটের শেওলা ১০ মিলিমিটার, সিলেটে ৪ মিলিমিটার, কানাইঘাটে ১০ মিলিমিটার, জাফলংয়ে ৫ মিলিমিটার এবং মৌলভীবাজারে ১ মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটের সুরমা-কুশিয়ারা অববাহিকার সকল নদ-নদীর পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে বিভাগীয় শহরগুলোতে পানি কমতে শুরু করেছে। এভাবে থাকলে নদ-নদীর পানি কমবে। আগামী কিছু দিনও এই নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটের আকাশে এখনো মেঘ জমে আছে এবং হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় সিলেটে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দুই দিন (৪৮ ঘন্টায়) সিলেটে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest