প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি টানলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচ। চলতি মৌসুমে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে তার।
এরপর আর নবায়ন করবেন না। আজ ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই ঘোষণা দিলেন বিদায় জানাবেন ক্লাবকে।
আগামী শনিবার লা লিগায় সাদা জার্সি গায়ে নিজের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবেন এই তারকা। তবে ক্লাব বিশ্বকাপেও থাকবেন ক্রোয়াট এই মিডফিল্ডার। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসরটিতে খেলে ইউরোপের সেরা ক্লাবটিকে বিদায় জানাবেন তিনি।
ইনস্টাগ্রামে মদ্রিচ বলেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বিদায় নিচ্ছি । গর্ব, কৃতজ্ঞতা এবং অমলিন স্মৃতিতে ভরা এই হৃদয়। ক্লাব বিশ্বকাপের পর হয়তো আর মাঠে এই জার্সি গায়ে তুলব না, কিন্তু আমি আজীবন রিয়াল মাদ্রিদের একজন সমর্থকই থেকে যাব। ’
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন মদ্রিচ। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে তিনি ক্লাবটির হয়ে খেলেছেন ৫৯০টি ম্যাচ, করেছেন ৪৩টি গোল এবং জিতেছেন ২৬টি ট্রফি। যার মধ্যে রয়েছে চারটি লা লিগা ও রেকর্ড ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
২০১৮ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি ক্রোয়েশিয়াকে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন মদ্রিচ। ওই বছরই তিনি জিতেছিলেন ব্যালন ডি’অর, ২০০৭ সালের পর মেসি-রোনালদোর রাজত্বের ঠিক ওই সময়ে প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতেন তিনি।
মদ্রিচের বিদায় নিয়ে গুঞ্জন ছিল গত মৌসুমে। যদিও পরে চুক্তি নবায়ন করেন তিনি। ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানায়, বেতন কমিয়েই চুক্তি নবায়ন করেন ক্রোয়াট এই তারকা। তবে বয়সের কারণে হয়তো মাঠে খুব বেশি সময় থাকতে পারেননি। বেশিরভাগ সময়ে বদলি হিসেবে নামেন মাঠে। তবুও পারফরম্যান্সে ঘাটতি দেখা যায়নি তার।
৩৯ বছর বয়সে তিনি হয়ে যান রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়, যার আগের রেকর্ড ছিল কিংবদন্তি পুসকাসের দখলে। একইসঙ্গে গত জানুয়ারিতে তিনি ৩৯ বছর ১১৬ দিন বয়সে ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডটিও নিজের করে নেন।
রিয়ালের হয়ে ২৬টি ট্রফি জেতা মদ্রিচ যৌথভাবে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলার। তার সঙ্গে রয়েছেন নাচো ফের্নান্দেস। যদিও গত মৌসুমে ক্লাব ছাড়েন এই ডিফেন্ডার। যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাবে।
চলতি মৌসুমে মদ্রিচ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ২৩টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, বদলি হিসেবে নেমেছেন আরও ২৫ ম্যাচে। কিন্তু নিজের শেষ মৌসুমে কোনো ট্রফি জিততে পারেননি এই তারকা। এই আক্ষেপই হয়তো রয়ে যাবে তার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest