হামজা-শমিতদের ম্যাচের টিকিটের জন্য হাহাকার

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

হামজা-শমিতদের ম্যাচের টিকিটের জন্য হাহাকার

6

স্পোর্টস ডেস্ক : একসময় ৫০ টাকার টিকিটেও যে ফুটবল স্টেডিয়ামের গ্যালারি ভরতো না, মাইকিং করেও দর্শক টানতে হিমশিম খেতে হতো, সেই দেশের ফুটবলে এখন নতুন জোয়ার।

 

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী, কানাডাপ্রবাসী শমিত সোম এবং ইতালির ফাহমিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলারদের আগমন বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র।

 

4

তাদের ঘিরে এখন সমাজের সর্বস্তরে ফুটবল নিয়ে আলোচনা। আর এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ।

 

 

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে সরাসরি মাঠে বসে দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে টিকিটের অপেক্ষায় আছেন।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়েও টিকিটের জন্য অসংখ্য ফোন আসছে, সবার প্রশ্ন একটাই ‘কবে নাগাদ টিকিট ছাড়বে বাফুফে’? টিকিটের এই আকাশচুম্বী চাহিদা বাফুফে কর্তাদেরও চিন্তায় ফেলে দিয়েছে।

 

 

টিকিট বণ্টন ও মূল্য নির্ধারণে বাফুফে
টিকিটের সুষ্ঠু বণ্টন প্রক্রিয়া, দর্শকদের জন্য কতগুলো টিকিট ছাড়া হবে এবং টিকিটের দাম কত হবে, তা নির্ধারণ করতে বাফুফের কর্তারা প্রতিনিয়ত বৈঠকে বসছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে স্টেডিয়ামের গ্যালারির লে আউট পাওয়ার পর আসন সংখ্যা নিশ্চিত হয়েই টিকিট ছাড়ার কথা জানিয়েছে বাফুফে।

 

এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা জানতে আরও এক থেকে দু’দিন অপেক্ষা করতে হবে।

 

তবে, বাফুফের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, টিকিটের দাম প্রায় চূড়ান্ত হয়ে গেছে। জাতীয় স্টেডিয়ামের ২২ হাজার ৬৬৭টি আসনের মধ্যে ১৮ হাজার ৩০০টি সাধারণ গ্যালারির টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

 

ক্লাব হাউস, ভিআইপি, হসপিটালিটি বক্স এবং স্কাই ভিউ বক্সের টিকিটের দাম স্বাভাবিকভাবেই বেশি হবে। ধারণা করা হচ্ছে, ক্লাব হাউসের টিকিট ২ থেকে ৩ হাজার টাকা, ভিআইপি ৩ থেকে ৫ হাজার, হসপিটালিটি বক্স ৪ থেকে ৫ হাজার এবং স্কাই বক্সের টিকিটের দাম ২ থেকে ৩ হাজার টাকা হতে পারে।

 

1

স্টেডিয়ামের ধারণক্ষমতা অনুযায়ী সব টিকিট বিক্রি করবে না বাফুফে, তিন থেকে চার হাজার টিকিট সৌজন্য হিসেবে রাখা হবে।

 

4

অনলাইন ও অফলাইন টিকিট ব্যবস্থা

 

1

অনেক ফুটবল সমর্থক আছেন যাদের বয়স বেশি অথবা যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না, তাদের জন্য অফলাইনে টিকিট কেনার সুযোগ করে দিচ্ছে বাফুফে। ফেডারেশন ভবন কিংবা স্টেডিয়ামে একটি টিকিট বুথ রাখা হবে, যেখান থেকে ফুটবলপ্রেমীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

রবি’র ‘সুপার রবিবার’ ক্যাম্পেইন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি রবি। ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনের আওতায় ২৫ মে রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ।

 

রবি আজিয়াটার করপোরেট অফিসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে রবির চুক্তি সম্পন্ন হয়েছে। কীভাবে বা কতজনকে টিকিট উপহার দেওয়া হবে, সেই প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6