জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

4

স্পোর্টস ডেস্ক :  চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়ের সামনে ২১৭ রানের বড় লিড দাড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

বুধবার (৩০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন আগের দিনের সংগ্রহ করা ২৯১ রান নিয়ে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

 

6

তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মিরাজ (১০৪) তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার ব্যাটিং দৃঢ়তায় বড় লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

 

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করছেন মেহেদী হাসান মিরাজ । ছবি: সংগৃহীত 

 

মিরাজ ছাড়াও এ ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। ১৮১ বলে ১২০ রান করেছেন তিনি। অন্যান্যদের মধ্যে মুশফিকুর রহিম ৫৯ বলে ৪০ ও ওপেনার এনামুল হক বিজয় ৮০ বলে ৩৯ রান করেন।

 

7

তবে শেষদিকে কার্যকরী হয়েছে অভিষিক্ত তানজিম হাসান সাকিবের ৮০ বলে ৪১ রান। সপ্তম উইকেটে মিরাজকে ভালো সঙ্গ দিয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের হয়ে অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা নেন ৫ উইকেট।

 

বাংলাদেশের দেয়া বড় লিডে তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তাইজুল-মিরাজের ঘূর্ণিতে ২২ গজে অসহায় আত্মাহুতি দেয় জিম্বাবুয়ের ব্যাটাররা।

6

 

তৃতীয় সেশনে আরও ভয়ংকর রূপ নেই বাংলাদেশি বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কার্যকরী বোলিং এ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষ করতে পারেনি রেডিশিয়ানরা। ১১১ রানেই অল আউট হয় তারা।

 

উইকেট উদযাপন করছে টাইগাররা । ছবি: সংগৃহীত 

 

এ ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ৩ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

 

এর আগে, চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ২২৭ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শন উইলিয়ামস, ১৬৬ বলের মোকাবেলায়। এছাড়া ৫৪ রান করেন নিক ওয়েলচ। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৬টি, নাঈম হাসান ২টি ও তানজিম হাসান সাকিব ১টি উইকেট শিকার করেন।

8

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7