প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট আজ (৬ নভেম্বর) কন্যা সন্তানের মা হয়েছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিলেন এ জনপ্রিয় অভিনেত্রী। আলিয়ার মা হওয়ার সংবাদে আনন্দে ভাসছে বলিউড দুনিয়া। এরই মধ্যে আলিয়া-রণবীরের ভক্তরা সোশ্যাল মিডিয়া এই আনন্দ সংবাদ নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন। তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন এই তারকা জুটিকে।
শুধু তাই-ই নয়, বলিউড তারকারাও আলিয়ার মা হওয়ার সংবাদে বেশ উচ্ছ্বসিত-আনন্দিত। এরই মধ্যে বেশ কয়েজন তারকা ও আলিয়ার সতীর্থরা অভিনন্দন জানিয়েছেন।
আলিয়াকে যেসব তারকা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, অনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, সোনাম কাপুর, মাধুরী দিক্ষিৎ ও দিয়া মির্জা।
অভিনন্দন জানিয়ে বলিউড তারকা মাধুরী দীক্ষিত বলেছেন, ‘ফুটফুটে কন্যা সন্তান জন্মদানের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
খ্যাতিমান বলিউড তারকা অক্ষয় কুমার অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছেন, ‘অভিনন্দন আলিয়া-রণবীর। মেয়ে সন্তান জন্মদানের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।’
আলিয়া ও তার কন্যা সন্তানকে অভিনন্দন জানিয়ে সোনম কাপুর বলেন, ‘অভিনন্দন মা-মেয়েকে। আলিয়া তোমার রাজকুমারীকে দেখার জন্য অপেক্ষা আর সইছে না।’
অন্যদিকে দিয়া মির্জা আলিয়াকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘শুধু ভালোবাসা সবসময়’।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন এই রণবীর। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর দিয়েছেন তারা। আলিয়া তখন লন্ডনে অবস্থান করছিলেন। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest