মা হওয়ায় আলিয়াকে অভিনন্দন জানালেন বলিউড তারকা

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

মা হওয়ায় আলিয়াকে অভিনন্দন জানালেন বলিউড তারকা

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট আজ (৬ নভেম্বর) কন্যা সন্তানের মা হয়েছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিলেন এ জনপ্রিয় অভিনেত্রী। আলিয়ার মা হওয়ার সংবাদে আনন্দে ভাসছে বলিউড দুনিয়া। এরই মধ্যে আলিয়া-রণবীরের ভক্তরা সোশ্যাল মিডিয়া এই আনন্দ সংবাদ নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন। তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন এই তারকা জুটিকে।

 

শুধু তাই-ই নয়, বলিউড তারকারাও আলিয়ার মা হওয়ার সংবাদে বেশ উচ্ছ্বসিত-আনন্দিত। এরই মধ্যে বেশ কয়েজন তারকা ও আলিয়ার সতীর্থরা অভিনন্দন জানিয়েছেন।

 

আলিয়াকে যেসব তারকা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, অনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, সোনাম কাপুর, মাধুরী দিক্ষিৎ ও দিয়া মির্জা।

 

অভিনন্দন জানিয়ে বলিউড তারকা মাধুরী দীক্ষিত বলেছেন, ‘ফুটফুটে কন্যা সন্তান জন্মদানের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

 

খ্যাতিমান বলিউড তারকা অক্ষয় কুমার অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছেন, ‘অভিনন্দন আলিয়া-রণবীর। মেয়ে সন্তান জন্মদানের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।’

 

আলিয়া ও তার কন্যা সন্তানকে অভিনন্দন জানিয়ে সোনম কাপুর বলেন, ‘অভিনন্দন মা-মেয়েকে। আলিয়া তোমার রাজকুমারীকে দেখার জন্য অপেক্ষা আর সইছে না।’

 

অন্যদিকে দিয়া মির্জা আলিয়াকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘শুধু ভালোবাসা সবসময়’।

 

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন এই রণবীর। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর দিয়েছেন তারা। আলিয়া তখন লন্ডনে অবস্থান করছিলেন। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন