ভিডিপি অ্যাডভান্সড কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

ভিডিপি অ্যাডভান্সড কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: সিলেট জেলায় ভিডিপি অ্যাডভান্সড কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ৯ এপ্রিল ২০২৪ বুধবার সিলেট জেলা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তিনি প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে মনোনিবেশ করার জন্য সকলকে অনুপ্রাণিত করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে বাহিনীর সাংগঠনিক কাঠামো, প্রাসঙ্গিক আইন-কানুন ও অস্ত্র পরিচালনা এর মতো গুরুত্বপূর্ণ মডিউলগুলো দৃঢ়তা, প্রজ্ঞা ও অধ্যবসায়ের সাথে আত্মস্থ করার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও জনগণের সেবায় কাজে লাগানো যায়।

 

তিনি আরও উল্লেখ করেন যে, আনসার ও ভিডিপি সদস্যদের গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট, সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুটেন্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জকিগঞ্জ , প্রশিক্ষকগণ এবং উক্ত কোর্সের ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য প্রশিক্ষণে সিলেট জেলার ১০০ জন, সুনামগঞ্জ জেলার, ১০০ জন, হবিগঞ্জ জেলার ১০০ জন এবং মৌলভীবাজার জেলার ৮০ জনসহ মোট ৩৮০ জন ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

 

প্রশিক্ষণার্থীদের মাঝে উদ্দীপনামূলক বক্তব্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add