শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন৷

 

শনিবার(২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামের উত্তরপাড়ায় ছৈয়দুল ইসলাম ও নুরুল হকের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

ছৈয়দুল ইসলাম পক্ষের আহতরা হলেন ধরমপুর গ্রামের হিরন মিয়ার পুত্র ছৈয়দুল ইসলাম(৪৫), জিয়াউর রহমান(৪০), মৃত ইস্কান্দর আলীর পুত্র দুলাল মিয়া(৫০), হিরন মিয়ার পুত্র সুজাত মিয়া(৩০), জিয়াউর রহমানের মুরাদ মিয়া(২৫), আব্দুস সোবহানের পুত্র ধন মিয়া(৫৫)৷

 

নুরুল হকের পক্ষের আহতরা হলেন, মৃত আব্দুল জলিলের পুত্র নুরুল হক(৬০), তেরাই মিয়া(৫৫), নুরুল হকের পুত্র মুজাহিদ(২০), আক্কাস আলী(৪৫), আখলিছ উল্লার পুত্র আক্তার মিয়া (২৭)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি৷

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ধরমপুর গ্রামের দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। শনিবার বিকালে গ্রামের যুবকরা ফুটবল খেলার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে জড়ায়। এর জের ধরে পরবর্তীতে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। প্রায় দু ঘন্টাব্যাপী চলে সংঘর্ষ। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, ফুটবল খেলা নিয়ে দু পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে৷

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add