‘আমাকে বলা হয়েছিল তামিম বেঁচে নেই’

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

‘আমাকে বলা হয়েছিল তামিম বেঁচে নেই’

স্পোর্টস ডেস্ক : মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) খেলা শুরুর আগে অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক হয় তার। পরে দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হলে হার্টে রিং পরানো হয় তামিমের। তার অসুস্থতার খবরে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।

 

তামিমের চাচা আকরাম খান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক। বুধবার (২৬ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম প্রাথমিকভাবে তামিমের অসুস্থতা খবর শোনার সেই তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন। বলেছেন, ‘যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই। এটা কল্পনাও করতে পারিনি। কোনো দিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সি, ছেলের মতো। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম।’

চাচা আকরাম খানের সঙ্গে তামিম ইকবাল

‘ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে। স্পোর্টসের সঙ্গে থাকা লোক, যে অসুস্থ হওয়ার আগের ১০ দিনে দুইটা সেঞ্চুরিও করেছে…কল্পনা করা যায় না। আমার পাশাপাশি অন্য সবাই–ও খুব আপসেট হয়েছেন’-যোগ করেন আকরাম।

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসার পর তামিম এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে তামিমকে শিগগিরই বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার চাচা আকরাম, ‘এখন সে পর্যবেক্ষণে আছে। আরও ২-৩ দিন এই অবস্থায় থাকলে বাসায় নিয়ে আসতে পারব। যে চিকিৎসা হওয়ার তো হয়ে গেছে। তবে যত দ্রুত সম্ভব পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাব। দুশ্চিন্তা রাখতে চাচ্ছি না।’

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add