প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫
সুনামগঞ্জ জলা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) শান্তিগঞ্জ উপজেলা শাখা।
বুধবার(২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বেসরকারি এই সংস্থাটি।
পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১১ টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷
আলোচনা সভায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহিদ মিয়ার সভাপতিত্বে ও বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।
সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিক মিয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলি রানি, ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আকমান ও জয়কলস নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখী রানী তালুকদার, রেহেনা বেগম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলি রানী পাল, নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিনা বেগম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সুত্রধর, সুষমা সূত্রধর ও ডুংরিয়া নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানসহ আরও অনেকে।
অপরদিকে দুপুর ১২ টায় শিক্ষা কর্মসূচির আওতায় ও বিজের ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষাবৃত্তি মনোনীত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়৷
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest