প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সোমবার জানিয়েছেন, তার একটি পুরোনো ফোন এবং ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দৈনিক প্রেস ব্রিফিংয়ে শেইনবাউম বলেন, তিনি যখন এই হ্যাকিং সম্পর্কে জানতে পারেন, তখনই তিনি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
তবে তার হ্যাক হওয়া ই-মেইলটি পুরোনো এবং বর্তমানে তার ব্যক্তিগত যোগাযোগের কাজে ব্যবহৃত হয় না। একইভাবে হ্যাক হওয়া ফোনটিও এখন আর ব্যক্তিগত আলাপের জন্য ব্যবহার করা হয় না, বরং এটি কেবল তার সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেক্সিকোর সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে এবং কোনো ধরনের গোপন বা সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে কি না, তা পর্যালোচনা করছে।
তবে এখন পর্যন্ত প্রেসিডেন্ট শেইনবাউমের প্রশাসন থেকে এই হ্যাকিংয়ের উদ্দেশ্য বা সম্ভাব্য দোষীদের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন বিশ্বজুড়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সাইবার হামলার ঘটনা বাড়ছে এবং সরকারগুলো তাদের ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করতে বাধ্য হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest