প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আমি আপনাদের মাঝে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সাথে থেকে আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই৷ আমি আশাকরি আপনারা আমাকে এই সুযোগ দিবেন৷ আপনারা পাশে থাকলে আমি এই সুনামগঞ্জ-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করে অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, হাসিনা যখন পালিয়েছে তখন হাসিনার সাথে তার দোষররা বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে প্রবাসে পালিয়ে গেছে৷ আমরা যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যই আওয়ামীলীগের দোষর ও শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রবাসে বয়কট ঘোষণা করেছি। শুধু শেখ পরিবারই নয় এই আওয়ামী মাফিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা কেউ রেহাই পাবেনা৷
তিনি আরও বলেন, এই দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুরে যারা মেগা প্রকল্প করে আত্নীয়ের নামে, ছেলের নামে, স্ত্রীর নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। এই সুনামগঞ্জে, দক্ষিণ সুনামগঞ্জের টাকা যারা পাচার করে বিদেশে নিয়ে গেছে আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেছি ইনশাআল্লাহ আমরা সফল হবো৷
রবিবার(১৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল মিয়া এবং জেলা যুবদলের সদস্য তুরন খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক সুজাতুর রেজা , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সা’দ মাস্টার, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর প্রমুখ৷
এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest