প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
নিউজ ডেস্ক : স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসে ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
ইতালির তুরিনে বসা উইন্টার গেমসের আসরে শনিবার (১৫ মার্চ) মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় স্বর্ণা-ফাতেমারা।
ফাইনালে গোল করেছেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন।
বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest