প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন লাগার সময়ে বিমানের ভিতরে ছয় ক্রুসহ ১৭৮ যাত্রী ছিলেন। তবে সকল যাত্রাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। বিমানটি ডালাসগামী ছিল। এটি আমেরিকান এয়ারলাইন্সের বিমান (বোয়িং ৭৩৭-৮০০)।
বিমান সংস্থার এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্লাইট কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানটিকে ডেনভারে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে বিমানে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, বিমানটি খালি করার সময় বিমানের ডানা থেকে জোর করে বেরিয়ে আসছেন বিমানে থাকা যাত্রীরা ।
আর এই সময় বিমান থেকে ধোঁয়া বের হচ্ছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, অবতরণের পর ওই বিমানটি গেটের দিকে যাচ্ছিল। এ সময় বিমানের ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest