প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মৃত বাবার মাসিক পেনশনের অংশ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে। এমন রায় দিয়েছেন পাকিস্তানের সিন্ধ হাইকোর্ট। তালাকপ্রাপ্ত মেয়ে পুনরায় বিয়ে না করা পর্যন্ত তিনি এ সুবিধা পেতে থাকবেন বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।
বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
রায়ে সিন্ধ হাইকোর্ট (এসএইচসি) বলেছে, তালাকপ্রাপ্ত কন্যারাও তার মৃত বাবার মাসিক পেনশন থেকে অংশ পাওয়ার অধিকারী হবেন, যতক্ষণ না তিনি পুনরায় বিয়ে করছেন।
রায়ে আরও উল্লেখ করা হয়েছে, পেনশনভোগী মৃত ব্যক্তিদের তালাকপ্রাপ্ত এবং বিধবা কন্যাদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ১৯৮৩ সালে পেনশন নিয়ম আরও উদারীকরণ করে এবং তারপর তালাকপ্রাপ্ত কন্যাদের মর্যাদাও অবিবাহিত কন্যাদের সমান করা হয়।
দ্য ডন বলেছে, তালাকপ্রাপ্ত এক নারীর আবেদন মঞ্জুর করার সময় বিচারপতি মোহাম্মদ করিম খান এবং বিচারপতি নিসার আহমেদ ভানভ্রোর সমন্বয়ে গঠিত দুই বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিবাদী কর্তৃপক্ষকে মৃত পেনশনভোগীর মাসিক পেনশনের একটি অংশ আবেদনকারী সারওয়াত গাজী উদ্দিনের তালাকপ্রাপ্ত কন্যা এবং অন্যান্য অবিবাহিত-বিধবা কন্যাদের তাদের ভাগ অনুযায়ী চার মাসের মধ্যে বিতরণ করতে নির্দেশ দেন।
আবেদনকারী ওই নারী গত বছর প্রাদেশিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএইচসিতে আবেদন করেছিলেন এবং বলেছিলেন, তার বাবা ১৯৯০ সালে কলেজ শিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন এবং ২০২৩ সালের জানুয়ারিতে মারা যান।
তার যুক্তি ছিল, তালাকপ্রাপ্ত কন্যা হওয়ায় তিনি এবং একজন অবিবাহিত কন্যা (আবেদনকারীর বোন) সমান ভাগে মাসিক পেনশন পাওয়ার অধিকারী এবং বিবাদীদের সেই অনুপাতে তা দেওয়ার নির্দেশনাও চেয়েছিলেন তিনি।
সেই অনুযায়ী শুনানির পর আদালত এ আদেশ দেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest