প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
সুনামগঞ্জ জেলাপ্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার বনভূমি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যাক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুইপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার তর্কবির্তকের একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান। এ সময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে বেশকয়েকজন গুলিবিদ্ধ হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কমকতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধসহ দু’পক্ষের ২০ জন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গ্রামে পুলিশ মোতায়েন আছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest