প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫
নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। হাদিস অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির। তাই রমজানের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সময়।
রমজানের প্রথম ১০ দিনের ফজিলত
রমজানের প্রথম ১০ দিনকে ‘রহমতের দশক’ বলা হয়। এ সময় আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ওপর অসীম দয়া ও করুণা বর্ষণ করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—রমজান এমন একটি মাস, যার প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। (বায়হাকি)
এই ১০ দিনে করণীয়
নামাজ ও কোরআন তিলাওয়াত: পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা এবং কোরআন তিলাওয়াত বাড়ানো।
অতিরিক্ত দোয়া ও ইস্তেগফার: আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি দোয়া করা।
সাদকাহ ও দান: দরিদ্রদের সহায়তা করা এবং দান-সদকা বৃদ্ধি করা।
রোজার আত্মিক প্রশিক্ষণ: গীবত, মিথ্যা ও অনৈতিক কাজ থেকে বিরত থেকে আত্মশুদ্ধি করা।
তারাবিহ নামাজ: প্রতিদিন তারাবিহ নামাজ আদায় করা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
বিশেষ দোয়া
রমজানের প্রথম দশকে বেশি বেশি বলা উচিত:
اللهم ارحمنا يا أرحم الراحمين
(উচ্চারণ: আল্লাহুম্মারহামনা ইয়া আরহামার রাহিমিন)
অর্থ: হে পরম দয়ালু, আমাদের প্রতি দয়া করুন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest