আরও বেশি টেস্ট কাবাডি খেলতে চায় সিরিজ জয়ী বাংলাদেশ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

আরও বেশি টেস্ট কাবাডি খেলতে চায় সিরিজ জয়ী বাংলাদেশ

8

স্পোর্টস ডেস্ক : কাবাডি ফেডারেশন বেশ কয়েক বছর ধরে চমক দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সাজসজ্জায় চমক, চ্যাম্পিয়ন হয়েও চমক দিয়েছে। এবার টেস্ট কাবাডি আয়োজন করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, গতকাল ছিল পঞ্চম ম্যাচ।

4

 

1

গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ৪৫-২৭ পয়েন্টে নেপালকে হারিয়েছে। ম্যাচ ও সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

5

 

আগামীতে বাংলাদেশ যাবে নেপালে। নেপাল কাবাডির কর্মকর্তারা জানিয়ে গেলেন তারাও বাংলাদেশকে আমন্ত্রণ জানাবেন। একটা ম্যাচ নিয়ে আপত্তি ছিল, সেটি এখন আর মনে রাখেননি নেপালিরা। বাংলাদেশ অধিনায়ক মিজানুর রহমান এবং নেপালের অধিনায়ক রোকা মাগার দুজনেই একমত এ ধরনের দ্বিপক্ষীয়
খেলায় দুই দেশের খেলোয়াড়দের মান উন্নয়ন হয়।

 

আগামীতে এস এ গেমস রয়েছে। সেখানে যাওয়ার আগে যদি ঘনঘন আন্তর্জাতিক ম্যাচ খেলা যায় তাহলে এসএ গেমসই শুধু নয়, এশিয়ান গেমসেও বাংলাদেশের জন্য পদক জয় করা সম্ভব বলে মনে করছেন তারা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী। কাবাডি ফেডারেশন জানায়, ৫১ বছর পর টেস্ট কাবাডি সিরিজ খেলল বাংলাদেশ। নেপাল দল সাগর পথে বাংলাদেশে এসেছিল, একই ভাবে তারা নেপালে ফিরে যাবে।

8

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7