প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : কাবাডি ফেডারেশন বেশ কয়েক বছর ধরে চমক দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সাজসজ্জায় চমক, চ্যাম্পিয়ন হয়েও চমক দিয়েছে। এবার টেস্ট কাবাডি আয়োজন করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, গতকাল ছিল পঞ্চম ম্যাচ।
গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ৪৫-২৭ পয়েন্টে নেপালকে হারিয়েছে। ম্যাচ ও সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।
আগামীতে বাংলাদেশ যাবে নেপালে। নেপাল কাবাডির কর্মকর্তারা জানিয়ে গেলেন তারাও বাংলাদেশকে আমন্ত্রণ জানাবেন। একটা ম্যাচ নিয়ে আপত্তি ছিল, সেটি এখন আর মনে রাখেননি নেপালিরা। বাংলাদেশ অধিনায়ক মিজানুর রহমান এবং নেপালের অধিনায়ক রোকা মাগার দুজনেই একমত এ ধরনের দ্বিপক্ষীয়
খেলায় দুই দেশের খেলোয়াড়দের মান উন্নয়ন হয়।
আগামীতে এস এ গেমস রয়েছে। সেখানে যাওয়ার আগে যদি ঘনঘন আন্তর্জাতিক ম্যাচ খেলা যায় তাহলে এসএ গেমসই শুধু নয়, এশিয়ান গেমসেও বাংলাদেশের জন্য পদক জয় করা সম্ভব বলে মনে করছেন তারা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী। কাবাডি ফেডারেশন জানায়, ৫১ বছর পর টেস্ট কাবাডি সিরিজ খেলল বাংলাদেশ। নেপাল দল সাগর পথে বাংলাদেশে এসেছিল, একই ভাবে তারা নেপালে ফিরে যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest