প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বিনোদন ডেস্ক : মাত্র ৩৯ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ Buffy the Vampire Slayer এবং Gossip Girl-এ অভিনয়ের জন্য পরিচিত হলিউড অভিনেত্রী মিশেল ট্রাখটেনবার্গ।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টার কিছু পরে পুলিশ একটি জরুরি ফোন কল পেয়ে ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে পৌঁছে। এ সময় তারা তাকে অচেতন ও নিথর অবস্থায় পায়।
জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে, এটি কোনো সন্দেহজনক মৃত্যু নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ট্রাখটেনবার্গ সম্প্রতি লিভার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন এবং সম্ভবত এর জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে।
অভিনয় জীবন
নিউ ইয়র্কে জন্ম নেওয়া ট্রাখটেনবার্গ তার ক্যারিয়ার শুরু করেন শিশু অভিনেতা হিসেবে। ১৯৯৬ সালের Harriet The Spy সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। যেখানে তার সঙ্গে ছিলেন রোজি ও’ডোনেল।
ট্রাখটেনবার্গ নিকেলোডিয়ন চ্যানেলের জনপ্রিয় শিশুদের শো The Adventures of Pete & Pete-তেও অভিনয় করেছেন।
Buffy এবং Gossip Girl-এর জনপ্রিয়তা
তার বড় সাফল্য আসে Buffy the Vampire Slayer সিরিজে ডন সামার্স চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত এই সিরিজে ছিলেন।
পরে তিনি Gossip Girl সিরিজে জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয় করেন। সিরিজটি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চলে। যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ব্লেক লাইভলি, পেন ব্যাডগলি, লেইটন মিস্টার প্রমুখ।
অন্যান্য কাজ
ট্রাখটেনবার্গ অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- Euro Trip, 17 Again এবং The Scribbler।
টেলিভিশনে তিনি Weeds, Merc-সহ একাধিক শো-তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ২০২২ সালে গসিপ গার্ল রিবুটে তার শেষ অভিনয় ক্রেডিট ছিল।
তরুণ এই অভিনেত্রীর হঠাৎ মৃত্যু হলিউডসহ মার্কিন বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। সূত্র: এএফপি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest