প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপ খেয়ে এক খামারের অন্তত ৫০০টি হাঁস মারা গেছে। এ ছাড়া অসুস্থ হয়েছে আরও ১০০টি হাঁস।
অতিথি পাখির পর এবার বিষটোপে খামারের হাঁস মারা যাওয়ার ঘটনায় জড়িত শিকারেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খামারি।
সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়ার হাওরে পাখিদের সংরক্ষিত জলাশয় রৌয়া বিলে এ ঘটনা ঘটে বলে জানান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম।
ক্ষতিগ্রস্ত খামারির নাম সুজন মিয়া। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মন্দিআতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
খামারির এই সর্বনাশের খবর পেয়ে মন্দিআতা গ্রামে জড়ো হন এলাকাবাসী। এ সময় অতিথি পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মারা যাওয়া হাঁসকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা।
ক্ষতিগ্রস্ত খামারি সুজন মিয়া বলেন, দুপুরে জলাশয়ে ছেড়ে দেওয়া খামারের হাঁস দেখতে যান তিনি। এ সময় পাখি শিকার করে বস্তা ভরে কয়েকজনকে নিয়ে যেতে দেখেন তিনি। তাকে দেখে শিকারিরা দ্রুত বস্তা নিয়ে সটকে পড়েন। পরে তিনি একটু এগিয়ে গিয়ে দেখেন জলাশয়ের ধারে তার খামারের হাঁস ছটপটাচ্ছে।
“দ্রুত বাড়িতে খবর দিয়ে স্বজনদের ডেকে নিয়ে হাঁসগুলো উদ্ধার করে তীরে তুলি। চোখের সামনে প্রায় ৫০০টি হাঁস মারা যায়। আরও শতাধিক হাঁস বিষক্রিয়ায় ছটপটাচ্ছে।”
মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে হাঁসের খামারটি করেছেন বলে জানান সুজন মিয়া।
হাঁস মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই এলাকার বাসিন্দা মাইনুদ্দিন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে পাখি শিকারিরা বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার করছে। তারা আরও অনেক ফাঁদ পেতে পাখি শিকার করেন।
“আজ বিষটোপে সুজন খামারির ৫০০ হাঁস মারা গেছে। তার অনেক বেশি ক্ষতি হয়েছে। এই শিকারিদের প্রতিরোধ না করলে, এই হাওর একদিন পাখিশূন্য হয়ে পড়বে।”
ইউএনও আবুল কাশেম বলেন, এ ঘটনায় জড়িত পাখি শিকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তিনি ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest