জনপ্রশাসন সচিব হলেন সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২২

জনপ্রশাসন সচিব হলেন সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করেছে সরকার। আর চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামীকাল অবসরে যাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। গতকাল সোমবার এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাওয়া ফেনীতে জন্মগ্রহণকারী বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা মেজবাহ্ উদ্দিন চৌধুরী ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন। চাকরি জীবনে তিনি রাজশাহীর জেলা প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং-এর অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

 

এরপর গত বছরের ২৭ অক্টোবর পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন। চলতি বছরের ২২ মে স্থানীয় সরকার বিভাগে যোগ দেন। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন অনুযায়ী আগামী ২ অক্টোবর থেকে অবসরে যাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।’ তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন