ছাতকে লন্ডন প্রবাসীর পুকুরের মাছ লুট, অভিযোগ দায়ের

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ছাতকে লন্ডন প্রবাসীর পুকুরের মাছ লুট, অভিযোগ দায়ের

3

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের মেসার্স মোঃ নুরুল রহমান মৎস্য ফার্মের পুকুরভরা মাছ লুট করার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

7

 

8

অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ২২ জানুয়ারি দিবাগত রাতে লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের তাজুদুর রহমানের ছেলে কয়েছ আহমদ, বাবলু মিয়া, লায়েছ মিয়াসহ মৃত আপ্তাবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, মৃত জলালুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম সহ আরো ১৫/২০ জনের একটি দল নুরুল রহমানের মৎস ফার্মের বিভিন্ন প্রজাতির ফলিত মাছ পুকুরে সেচপাম্প দিয়ে পানি কমিয়ে মাছ ধরার বিভিন্ন জাল দিয়ে ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

1

 

অভিযোগ কারি শামীম আহমদ জানান রেকর্ডিয় মৎস খামার থেকে জোরপূর্বক মাছ লুট করেছে দুর্বৃত্তরা। রাতের বেলা এই ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার মাছ, কাটা, জাল ও বাঁশের ক্ষতি হয়েছে। লাকেশ্বর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিন জানান এরা একে অপরের আত্মীয় হয় এদের জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এমন ঘটনা ঘটেছে তবে এ ভাবে মৎস খামার থেকে মাছ মারা টিক হয়নি।

 

সালিশি ব্যক্তিত্ব আফতাব আলী জানান, পূর্ব বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা লেগেই আছে এদের বিষয়ে কথাবলে কোন কাজ হয় না তবে পুকুরে মাছ মারা টিক হয়নি।

 

5

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে এই মৎস্য খামারে মাছের চাষ করে আসছেন তিনি। কিন্তু গ্রামের কিছু চিহ্নিত লোক পূর্ব শত্রুতার জের ধরে এই লুটের ঘটনা ঘটায়।

 

অভিযোগকারী শামিম আহমদ জানান মৎস খামারের মাছ লুটের পর মোবাইলে একটি ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এটা আমাদের সংরক্ষণে আছে। সুষ্ঠু বিচার পেতে ৫ জনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি। পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি কে অভিযোগের তদন্ত করার নির্দেশনা প্রদান করেন।

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আহমদ উল্লা ভূঞা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3