ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

6

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের সকল জেলার ন্যায় ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ঝালকাঠির অনুষ্ঠানমালার মধ্যে ছিলো, বর্ণ্যাঢ্য উদ্বোধনী পর্ব, র‍্যালী, আলোচনা সভা।

4

 ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শনিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্স এর সবুজ চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আমির হোসেন আমু।

1

 

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব এবং র‍্যালী শেষে পুলিশ লাইনের ড্রিলসেডের অনুষ্ঠান মঞ্চে জেলা পুলিশ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু।

 

বক্তৃতাকালে আমু বলেন, ‘জঙ্গী দমন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ এদেশে পুলিশের ভুমিকা প্রসংশনীয়।সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এথেকে প্রমানিত মাদক দিয়ে স্লো পয়োজন দেশে ঢুকিয়ে দিয়ে আমদের দেশকে সরযন্ত্রের মুখে ফেলা হয়েছিলো।

 

1

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন, ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ।

 

বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভুমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

আলোচনা সভা ও র‍্যালীতে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।

8

 

ক্যাপশন: কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আমির হোসেন আমু।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8