সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জর দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধসহ গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী এবং নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকাদ্দমা। মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

 

ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

 

এব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনারপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন