প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪
সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দেশ বরেণ্য চিকিৎসক ও সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর দত্ত বাড়ির মোড়ে নোয়া কনভেনশন সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- দি ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের আবদুজ জাহের।
অনুষ্ঠানে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসির চেয়ারম্যান ও দি ইবনে সিনা ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- দি ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. একেএম সদরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন- ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ, নোয়াখালীর সিনিয়র ফিজিশিয়ান ডা. সোহরাব হোসেন ফারুকী, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তুহিন ফারাবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু নাসের আবদুজ জাহের বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্যমূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় যাত্রা শুরু করেছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষ স্বল্প খরচে উন্নত সেবা পাবেন। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখী বা বিদেশমুখী হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সব রকম সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডির ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. শহিদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো. আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান, মো. নিয়াজ মাখদুম শিবলী ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ও নোয়াখালীর খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিল্লোল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামি সংগীত পরিবেশন করেন।
পরে দুপুর সাড়ে ১২টায় মাইজদী জেনারেল হাসপাতাল রোডে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে ফিতা কেটে ইবনে সিনা নোয়াখালী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দি ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের আবদুজ জাহের।
শেষে দোয়া মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest