প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
নিউজ ডেস্ক : পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় পরিবেশ উপদেষ্টা বলেন, রেভিনিউ যতই আসুক না কেন পরিবেশ-প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু নিয়ন্ত্রণ করতে না পারলে শিগগির পৃথিবীর ৫০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে যাবে।
বনে হাতিদের উসকে দিয়ে কারা ফায়দা নিচ্ছে সেটি খুঁজে বের করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, খাদ্যের অভাবে হাতিরা লোকালয়ে চলে আসায় কৃষকের ফসল নষ্ট হচ্ছে। যারা বন উজাড় করে হাতিদের আবাসস্থল ধংস করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
এসময় পলিথিন ব্যাগ, গাড়ির হর্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহারেরও আহ্বান জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest