দুই দিনে সিলেট সীমান্তে জব্দ ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাই পণ্য

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

দুই দিনে সিলেট সীমান্তে জব্দ ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাই পণ্য

নিউজ ডেস্ক : বর্ডার বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর পৃথক অভিযানে শুক্র ও শনিবার সিলেটের দুই জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শুক্র (২৫ অক্টোবর) ও শনিবার (২৬ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২৮০ পিস স্কিনি শাইনিং ক্রিম, ১১৯২ পিস ফেসওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, ৪৩১৫ কেজি বাংলাদেশী রসুন, ৪০৫ কেজি শিং মাছ ও পাথরবাহী একটি ট্রলি জব্দ করে।

 

যার বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৭৫ হাজার ৮৯০ টাকা।

 

এছাড়া শনিবার (২৬ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২৪ পিস ভারতীয় শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মান্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চকলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১৯৬০ কেজি বাংলাদেশী রসুন, ১টি ডিআই পিকআপ ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকা সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

 

যার বর্তমান বাজার মূল্য ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন