প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্ক : বর্ডার বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর পৃথক অভিযানে শুক্র ও শনিবার সিলেটের দুই জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
শুক্র (২৫ অক্টোবর) ও শনিবার (২৬ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২৮০ পিস স্কিনি শাইনিং ক্রিম, ১১৯২ পিস ফেসওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, ৪৩১৫ কেজি বাংলাদেশী রসুন, ৪০৫ কেজি শিং মাছ ও পাথরবাহী একটি ট্রলি জব্দ করে।
যার বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৭৫ হাজার ৮৯০ টাকা।
এছাড়া শনিবার (২৬ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২৪ পিস ভারতীয় শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মান্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চকলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১৯৬০ কেজি বাংলাদেশী রসুন, ১টি ডিআই পিকআপ ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকা সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
যার বর্তমান বাজার মূল্য ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest