প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : এ বছরের এইচএসসি পরীক্ষায় ৬৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৭ দশমিক ৩৭শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১১ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা শিক্ষকদের তত্ত্বাবধায়নে পড়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন। শিক্ষকরাও ছিলেন আন্তরিক। সব মিলে উভয়ের পরিশ্রমে ভালো ফলাফল সম্ভব হয়েছে।
কলেজ সূত্র জানা যায়, এর মধ্যে অংশ নেয় ৬৭৬ জন। মোট কৃতকার্য হয়েছে ৫৩৩ শিক্ষার্থী। আর অকৃতকার্য শিক্ষার্থী ১৫৩ জন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন,। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১১ পেয়েছে জন।
বিজ্ঞান শাখা : মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭১ জন, অংশগ্রহনকারী পরীক্ষার্থী সংখ্যা-১৭১ জন, পাশ সংখ্যা- ১৫৫ জন, অকৃতকার্য শিক্ষার্থী-১৬ জন (জিপিএ-৫: ৮ জন : পাশের হার- ৯০%
ব্যবসায় শিক্ষা শাখা : মোট পরীক্ষার্থী সংখ্যা ১৪৩ জন, অংশগ্রহনকারী পরীক্ষার্থী সংখ্যা- ১৪৩ জন পাশ সংখ্যা- ৭৪ জন, অকৃতকার্য শিক্ষার্থী-৬৯জন, পাশের হার- ৫২%
মানবিক শাখা : মোট পরীক্ষার্থী সংখ্যা- ৩৬২ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থী সংখ্যা- ৩৬২ জন, পাশ সংখ্যা- ২৯৪ জন, অকৃতকার্য শিক্ষার্থী-৬৮জন, (জিপিএ-৫: ৩ জন) পাশের হার-৮১%
এইচ.এস.সি-২০২৪ইং সনের পরীক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করায় অত্র কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মহোদয়ের পক্ষ হইতে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest