প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। দেরি না করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা এ দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নিপীড়িত ছিল। শিক্ষার্থীদের ঘোষিত ৯ দফার মধ্যেও ক্যাম্পাসগুলোতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা ছিল। রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন এ শিক্ষার্থীরা।
আন্দোলনের সংগঠক সানজিদা ইতি বলেন, আমাদের রাজনীতির জন্য ডাকসু রয়েছে। আমরা গবেষণাধর্মী ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় চাই।
তিনি বলেন, আমাদের ৯ দফার মধ্যেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা ছিল। আমাদের পূর্ণ স্বাধীনতা এখনও আসেনি। অনতিবিলম্বে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
রাইফুর রহমান রাজীব নামে আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলীয় রাজনীতি চায় না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে আমরা মতামত নিতে গেলে দেখি, অধিকাংশ শিক্ষার্থীই রাজনীতির বিপক্ষে। আমরা এ রাজনীতি নিষিদ্ধ চাই।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest