প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪
নিউজ ডেস্ক : দেশের ১২ জেলা হঠাৎ বন্যার কবলে পড়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই সময়ে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানায় কেন্দ্রটি
শুক্রবার (২৩ আগস্ট) সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান একথা বলেন।
তিনি জানান, চট্টগ্রাম, ফেনী, হবিগঞ্জসহ ১৩টি নদীতে আকস্মীক বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমার নিচে নামতে পারে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে আরও বলা হয়, ঢাকার আশেপাশের নদীর পানি এখনও অন্তত দেড় মিটার বিপৎসীমার নিচে আছে। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি নিয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো। তবে, দ্বীপক্ষীয় চুক্তির আওতায় কাঠামোগত তথ্য আদান প্রদান করা হয় না বলেও জানান তিনি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আরও বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest