ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

নিউজ ডেস্ক : ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

 

বুধবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলা গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের তকিপুর ও গোবিন্দনগর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

বিকেল সাড়ে ৫ টা থেকে ঘন্টাব্যাপী সংঘর্ষে পথচারী সহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি দোকান- পাঠ ও ভাংচুর করা হয়েছে।

 

সংঘর্ষ চলাকালে গোবিন্দগঞ্জ পয়েন্ট সহ ছাতক- সিলেট,ছাতক-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ৩ টি সড়কে যাত্রীবাহী ও মালবাহী যান আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ও ব্যাপক ইট পাটকেলের ব্যবহার করেছে।

 

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন,অলিউর রহমান,রাকিব আলী, সুহেল মিয়া,আশরাফ আহমেদ,নইয়ব আলী,অজুদ মিয়া সহ অর্ধশত লোক। আহতদের কয়েকজনকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের ওসমানী হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সুত্রে জানাগেছে,তকিপুর গ্রামের এনাম আহমদ ও গোবিন্দনগর গ্রামের লায়েক মিয়ার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠানের বিষয় নিয়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ঘটনাস্থলে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন