প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২
অনলাইন ডেস্ক : বাড়ি থেকে রাগ করে চলে আসা ১৭ বছর বয়সের এক কিশোরীকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
শনিবার গভীর রাতের স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রেনে এ ঘটনার সময় কমলাপুর রেলওয়ে থানা পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল (২৫), আনোয়ার (২০), সুমন (২১), নাইম (২৫) ও রোমান প্রকাশ কালু (২২)।
তাদের মধ্যে দুইজন রেলওয়ের আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী এবং বাকিরা ভবঘুরে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।
তিনি বলেন, রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে এই তরুণীকে ধর্ষণ করা হয়।
নিয়মিত টহল দেওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে ওই পাঁচজনকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করে বলে ওসি জানান।
রেলওয়ে পুলিশ কর্মকর্তা ফেরদৌস বলেন, মায়ের সঙ্গে রাগারাগি করে সে নেত্রকোণার বাড়ি থেকে বের হয়ে রাতে রেলওয়ে স্টেশনে আসে বলে ওই কিশোরীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সঙ্গে তার কী সমস্যা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কিশোরী লেখাপড়া জানে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest