প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর ক্যাম্পাসে প্রবেশ করলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল। গনঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বিজয় মিছিল নিয়ে ক্যাম্পাসে আসেন তারা এসময় দখলে নেয় সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ। এসময় সংসদে প্রবেশ করে তাদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ বলছেন এতদিন স্বৈরাচার শাসকের ক্যাডার বাহিনী ক্যাম্পাসটাকে দখল করে রেখেছিল। আমরা যতটুকু শুনেছি তারা বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। আজকে যখন সুয পেয়েছি তাদের আর এ ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না। এ ক্যাম্পাস এখন থেকে সবার। সকল সাধারণ শিক্ষার্থীরা এখন থেকে নির্বিগ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারবে। কারো কাছ থেকে এক টাকাও চাঁদা আদায় করতে দেওয়া হবে না। এ ছাত্র সংসদ আমাদের সবার এখানে সবাই আসবে বসবে কাউকে বাঁধা দেওয়া হবে হবে। আমরা সবাই মিলে ক্যাম্পাসটিকে একটি সুন্দর ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে চাই।
ছাত্র সংসদ দখলে বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, এটা আমরা দখলে নেইনি এখান থেকে স্বৈরাচার এবং ক্যাডার বাহিনীকে বিতাড়িত করে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দিতে এসেছি। এ সংসদ সবার। এখানে দখলের কোন বিষয় না। এখানে সব সাধারণ শিক্ষার্থীরা আসবে, বসবে এবং তাদের কথা বলবে এটাইতো হবে। আমরা
সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে থাকতে চাই এবং আমাদের দ্বারা বিন্দু মাত্র কোন শিক্ষার্থীর ক্ষতি হবেনা। সে যে দলেরই হোক না কেনো। আমরা সবাইকে নিয়ে সুন্দর ভাবে এই কলেজে থাকতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।
এসময় ছাত্র দলের সভাপতি জসিমউদদীন বলেন, ক্যাম্পাসে আমরা সবাইকে নিয়ে একসাথে সহবস্থান করতে চাই৷ ছাত্র সংসদ সবার আমরা চাই সবাইকে নিয়ে একসাথে বসতে। এখানে সবার আসতে পারবে, কথা বলতে পারবে সবাইকে সেই স্বাধীনতা দেওয়া হবে৷ এতদিন ক্যাম্পাস ছাত্রলীগের ক্যাডারদের হাতে রুদ্ধ ছিল আমরা সেটা উন্মুক্ত করে দিয়েছি। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমাদের আহবান থাকবে আমাদের ভুল বুঝবেন না আমরা আপনাদেরই ভাই বন্ধু। আপনারা সবাই ছাত্র সংসদে আসবেন বসবেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest