আজ খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

আজ খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস

নিউজ ডেস্ক : মঙ্গলবার (৮ আগস্ট) থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এতে বলা হয়, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে।

 

এদিকে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে জোসেপ বোরেল বলেন,মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ইইউ শোকাহত। আমরা জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রদত্ত আশ্বাসের প্রতি আস্থা রাখছি, আশাকরি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সমস্ত বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচারে যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে, ইইউ দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন