প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
অনলাইন ডেস্ক : সারা দেশে অসহযোগ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের আহ্বানে রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তাতে বাস চলাচল বন্ধ হয়ে যেতে শুরু করে বিভিন্ন রাস্তায়।
শুধু রাজধানী ঢাকাতেই নয়, দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে বহু জেলায়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার ভোর থেকে ঢাকা-রংপুর মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলতে দেখা যায়নি। বন্ধ আছে দূরপাল্লার বাস টার্মিনালগুলোও। এতে করে ঢাকার সঙ্গে বাস চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও দিনাজপুরসহ উত্তরবঙ্গের প্রায় সব জেলার।
এদিকে সকাল থেকেই ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সংকট চোখে পড়েছে। এর পরও লম্বা সময় পর পর দুয়েকটি গাড়ি চলছিল। তবে সেটিও পরে বন্ধ হয়ে যায় উত্তরায় আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করলে।
বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এতে করে বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই পাশ। ফলে এই মহাসড়ক ব্যবহার করা যাত্রীরা পড়েছেন মহা বিড়ম্বনায়। ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest