প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪
অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের পক্ষে-বিপক্ষের দুইপক্ষের সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও একজন হকার রয়েছেন।চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
তিনি বলেন, দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের আকরাম (২৩) নামের এক যুবক। অন্যজন পথচারী। তবে তার নাম আমরা জানতে পারিনি।
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা পৌনে ১টার দিকে রংপুরের লাগলবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বেলা পৌনে ১টার দিকে রংপুর ডিসি মোড় থেকে জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেন ব্যাকোলোজি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের বাধা পেরিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। মিছিলটি লাগলবাগ মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ওপর হামলা করে।
এসময় পুলিশের রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে প্রায় অর্ধশত শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে উদ্ধার করে রমেক হাসপালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন, দুপুরে গুরুতর আহত অবস্থায় আবু সাঈদ নামে এক শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন, আমরা সতর্ক অবস্থায় আছি। নিরাপত্তার কারণে তাদের বাধা দেওয়া হয়েছিল।এদিকে, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।চিকিৎসকদের বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তিনি জানান, নিহতের আনুমানিক বয়স ২৫ বছর হবে।
জানা গেছে, নিহত যুবক একজন হকার। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সামনে পড়ে যাওয়ায় হামলার শিকার হন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest