সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ও হাইকোর্টের রায় বাতিল এবং ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

 

রোববার (৭জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।

 

এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাতীয় সংগীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এরআগে শনিবার বিকেলেও একইভাবে এই সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা।

 

এতে সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

এসময় কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা এরকম নানা স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন