প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪
অনলাইন ডেস্ক : রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক গৃহবধূ অপহরণ ও পরবর্তীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের ঢাকা ইনকামিংয়ে বনরূপা সংলগ্ন এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম জানান, এয়ারপোর্ট এলাকায় ভিকটিম (৩৭) ও তার স্বামী ঘুরতে আসলে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বনরূপা সংলগ্ন এলাকায় সুমন এবং অজ্ঞাতনামা ছয়জন লোক তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। বনরূপা এলাকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তারা ভিকটিমের স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ভিকটিমের স্বামী সেখান থেকে বের হয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা কামনা করেন।
তিনি আরও জানান, খিলক্ষেত থানার টহলরত পুলিশ তৎক্ষণাৎ ভিকটিমের স্বামীকে নিয়ে ভিকটিমকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলের কাছাকাছি গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। আসামিদের ধরার উদ্দেশ্যে খিলক্ষেত থানার কয়েকটি টিম অভিযান পরিচালনা করে শনিবার (২৯ জুন) দুপুরে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে রোববার (৩০ জুন) সকাল ১০টায় খিলক্ষেত থানা প্রাঙ্গণে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest