ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪

ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১মে) নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।

 

তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুখাইড় রাজাপুর উত্তর ইউপি পরিষদ চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৭২ ভোট।

 

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট

 

এ এইচ এম ওয়াসিম। তিনি উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৭১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌসুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪২৬ ভোট ।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অনামিকা আক্তার। তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার বৈদ্যুতিক পাখা পেয়েছেন ৯ হাজর ২৬২ ভোট।

 

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।

 

এ উপজেলায় ৬টি ইউনিয়নে ১৬৮টি গ্রামে ভোটার রয়েছে ১ লাখ ৬ হাজর ৫২৫জন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৪১, নারী ৫২ হাজার ৯৮৩ ও ১টি হিজরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন