প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সব প্রস্তুতি শেষ। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রচারণা ইতোমধ্যে শেষ করেছেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। কে হচ্ছেন পরবর্তী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ নিয়ে চলছে শেষ মুহুর্তের আলোচনা।
বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী রেজাউল করিম শামীমের সাথে আনারস প্রতিকের প্রার্থী, সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দীর প্রতিদ্বন্ধিতা হবে।
শেষ সময়ের প্রচারনায় গত শনিবার রেজাউল করিম শামীমের পক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, শামিম আপনাদের পরীক্ষিত সন্তান, আওয়ামী লীগের ত্যাগী নেতা। তাকে ভোট দিলে এলাকায় কাজ হবে, সুখে দুখে তাকে কাছে পাবেন।
এবার শামিমের পক্ষে এলাকায় ভোটারদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে। এবার বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী জানান।
অন্যদিকে বিএনপি থেকে বহিস্কৃত হলেও নুরুল হক আফিন্দীর রয়েছে এলাকায় বেশ জনপ্রিয়তা। তার নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে।
নির্বাচনকে ঘিরে ৪৬টি ভোট কেন্দ্রে নেয়া হয়ছে কড়া নিরাপত্তা। ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ বছর দ্বিতীয় ধাপে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান ইকবাল আল আজাদ প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু (তালা), জেলা সেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আকবর হোসেন (মাইক), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মকবুল আফিন্দী (চশমা) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (টিয়া পাখি)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাফিজা আক্তার (হাঁস) বর্তমান ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার (ফুটবল), সুনামগঞ্জ জেলা মহিলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা (কলস) নির্বাচন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মুশফিকীন নূর জানান, উপজেলার ৬ ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ১ লাখ ৩১ হাজার ৯৬৯ জন ভোটারের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest