প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ১১, ২০২৪
নিউজ ডেস্ক : ১১ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ২০২২ সালের ৩০ জুলাই আশিকুর রহমান আশিককে সভাপতি ও এমাদুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
জানা যায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্রলীগের ২০১২ সালের ৬ ডিসেম্বর প্রথম কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ঋত্বিক দেব। পরবর্তীতে ২০১৩ সালের জুন মাসে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এরপর দীর্ঘ নয় বছর কোন কমিটি পায়নি সিকৃবি ছাত্রলীগ।
এদিকে, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা কমিটি প্রকাশের পর গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল শুরু করেন। শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে টিএসসির সামনে থেকে আলাদা আলাদা আনন্দ মিছিল বের হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, দীর্ঘ সময় পর ছাত্রলীগের কমিটি পুর্ণাঙ্গ করা হয়েছে, আপনারা জানেন সর্বশেষ ২০১২ সালে কমিটি হয়েছিলো। এরপর মাঝখানে আর কোন কমিটি হয়নি। এরপর ২০২২ সালে ক্যাম্পাসে নতুন কমিটি হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে যোগ্যতার ভিত্তিতে রাখা হয়েছে। এছাড়া সামনে হল কমিটি ও অনুষদ কমিটি দেয়া হবে। যারা এখন পদ পায়নি তাদের যোগ্যতার ভিত্তিতে সেখানে পদ দেয়া হবে। সর্বোপরি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
কমিটি সহ-সভাপতি পদ পেয়েছেন ৫১ জন। তারা হলেন শরীফ হোসেন ,বিশ্বজিৎ দাশগুপ্ত, এ কে এম কামরুজ্জামান পিন্টু, মহতাসিম বিল্লাহ সাজিদ, সাব্বির মোল্লা, মো.শরিফুল আলম সুমন, ফখরুল ইসলাম তুষার, রিয়াজুল ইসলাম রিয়াদ, শামীম আহমেদ, বিপ্লব দেব, মো.আতিকুর রহমান বাপ্পী, মোহন মিয়া সজিব, আল-ইমরান তোহা, তানভীর রাহি, দিপঙ্কর অধিকারী, শিমুল মজুমদার, এ এইচ এজাজ ইবনে সিনা, ইমরান হোসেন লিখন, আরিফ ইশতিয়াক শোভন, আব্দুল্লাহ আশিক ফাহিম, কামরুজ্জামান, আহসান হাবীব অসীম, আব্দুল্লাহ আল মাসুদ, নওশাদ জামান খাঁন, নাতাশা তাশনিয়া শিপরা, তানভীর রহমান সাদিক, আবু সাইদ সজিব, মোঃ মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আশিক ইকবাল শান্ত, রাহাত ইসলাম, রাশেদুল ইসলাম রিয়াদ, অয়ন দাস, সজিব পাল, চন্দন চন্দ্র বর্মন, জয়নাল আবেদীন জয়, মোঃ আকরাম হোসেন, কাওসার আহমেদ, মোস্তাফিজুর রহমান মুস্তাকিম, তানভীর মোস্তাকিম, মোঃ আমির হামজা, উপায়ন আনাম, মাহফুজুল হক পাপ্পু, মো.খালেদ সাইফুল্লাহ, শহিদুর রহমান, কামরুল হাসান, খালিদ হাসান সৌরভ, মেহেদী হাসান সৌরভ, শুভ্র দেব, শাহীল আবরার, রাফসান জামান খান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ১১ জন। তারা হলেন প্রান্ত ইসলাম, তৌফিকুর রহমান সাম্য, শিশির, জুনায়েদ আহমেদ, আবু হানিফ রোমান, মো.রাসেল রানা হৃদয়, বিশাল রহমান, শাকিল আহমেদ, সম্পাদকঃ মো.মেহেদী হাসান, অনিক বনিক, রবিউল ইসলাম রবি।
সাংগঠনিক সম্পাদক ১১ জন হলেন খন্দকার মোঃ সাইদ হৃদয় ,আরমান হোসেন, মোশারফ হোসেন, আকাশ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মিজান, আব্দুল্লাহ আল বাকি রাফাত, তানভীর ইয়াছিন তনয়, তাসনিমুল হক নিশাত, হাসানুল হক ইনু, মো.জাওয়াদুল হাসান, ফারহান রাকিব সরকার।
প্রচার সম্পাদক পদে মো.জাহিদ উল ইসলাম, উপ-প্রচার সম্পাদক পদে সৌরভ ঘোষ, বাঁধন চন্দ্র সরকার, রেজওয়ান সর্দার সামি।
দপ্তর সম্পাদক পদে মো.সিদ্দিকুর রহমান সুজন, উপ-দপ্তর সম্পাদক পদে মোঃ হৃদয় বাবু, তুষার কান্তি রায়, আদনান শুভ্র।
গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রাকিবুল হাসান শিকদার, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে তোফাজ্জল হোসেন তুহিন, সালেহ মোহাম্মদ আলী আশরাফ।
শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে আতিফ সৌরভ, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে শান্ত আহম্মেদ, তবারক হোসেন সাকিব।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রশান্ত রয় অনিক, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নাফিস তাসনিম তুর্য্য, মমতাজ হোসেন মারুফ।
সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে রাকিবুল আলিম স্মরণ, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে রাকিব রিজভী, দেবমাল্য চক্রবর্তী পার্থ।
ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে এমদাদুল হক শাওন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ফাহিম মাহফুজ রুহাদ, ইয়ামিম হোসেন।
পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক পদে শহীদুল ইসলাম জয়, সব্যসাচী নিলয়।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: সৈয়দ আমির হোসেন, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে কুদরত উল্লাহ খান, তন্ময় গুপ্ত।
ছাত্রী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুন নাইম তাবাসসুম, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে উম্মে হাসনাইন সেমন্তী মুন, সাথী দেবনাথ গোপা।
অর্থ বিষয়ক সম্পাদক পদে পায়েল আহমেদ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক পদে সুলতান মাহমুদ, আবদুর রহমান।
আইন বিষয়ক সম্পাদক পদে মায়নুল হাসান মাফি উপ-আইন বিষয়ক সম্পাদক পদে সৌহার্দ শোভন দেবরায়, আব্দুস সামাদ আজাদ।
পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আশিবুল হাসান শাকিল উপ- পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শাখাওয়াত হোসেন রাজু, তানভির হাসান।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মোঃ ময়নুল ইসলাম সৌরভ, উপ- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে গাওসুল তানভীর উপ- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ইখতিয়ার হোসেন তিশাম।
ধর্ম বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান হৃদয়, উপ- ধর্ম বিষয়ক সম্পাদক পদে এ কে মহিবুল ইসলাম, নির্জন সরকার নিশু।
কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোঃ জায়াতুল ইসলাম রাকিব, উপ- কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো.ওবায়দুল্লাহ, মো. মাসুম রেজা।
গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদে সুদীপ সিনহা, উপ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest