শাবিতে গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিত ৯২ শতাংশ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২৪

শাবিতে গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিত ৯২ শতাংশ

অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৭১ জন শিক্ষার্থী বা ৯২ শতাংশ।

 

আজ শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শাবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন।

 

তিনি জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিতে ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৬৭১ জন। ৫৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি।

 

এরআগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-এ ও ই ভবনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।