মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন সায়েম ফারুকী

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন সায়েম ফারুকী

নিজস্ব প্রতিবেদক : মো. সায়েম ফারুকী গ্রামে বেড়ে উঠা এক মানবিক নাম। নিজেকে সাংবাদিকতা ও ব্যবসা বাণিজ্যে নিয়োজিত রাখলেও সময় পেলেই মানবিক কাজে নিজেকে উৎসর্গ করেন। পেশাগত কারণে ঢাকায় বসবাস হলেও গ্রামীণ মানুষের অসহায়ত্ব তাকে বরাবরই কাছে টানে। শৈশব থেকে আজ অব্দি তিনি অনবরত অসহায়-দরিদ্র মানুষগুলোর কাছে ছুটে গেছেন।

 

শীতকালে শীতার্ত মানুষের শীত নিবারণের প্রানান্তকর প্রয়াস চালিয়েছেন। তার এলাকার অসহায়, দরিদ্র শীতার্ত পরিবারকে নিজে উপস্থিত থেকে তিনি শীতবস্ত্র বিতরণ করেছেন।

সায়েম ফারুকী

এমনিভাবে রমজান শুরুর আগেই ইফতার নিয়ে হাজির হন সমাজের অসহায়-দরিদ্র পরিবারের ঘরে ঘরে। ঈদের আগে তাদের হাতে শাড়ী-লুঙ্গী, পাঞ্জাবী, নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দিতে কখনও তিনি ভুলে যাননি। সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি তার মনকে আনন্দিত করে।

 

এভাবেই মো. সায়েম ফারুকী নামের এই মানবিক মানুষটি তার এলাকার অসহায়, দরিদ্র, শীতার্ত ও দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকতে চান সবসময়।