প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে বিলের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জজ মিয়া (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে।
রবিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বালুর চর এলাকায় হওয়া সংঘর্ষে আহত জজ মিয়া রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জজ মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের কিতাব আলীর ছেলে। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (২৮), তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের মো. আছমত আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে ফখর উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বালুর চর এলাকার বিলের গাছ কাটা নিয়ে জজ মিয়া ও বাবুল মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে জজ মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।
গুরুত্বর আহত অবস্থায় জজ মিয়াকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest