প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২
নিউজ ডেস্ক : বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২২ পেল দৈনিক যুগান্তর। বেস্ট কো-ব্রান্ডেড অনলাইন প্রজেক্টে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দেশের অন্যতম প্রধান দৈনিকটিকে। সেই সঙ্গে যমুনা টেলিভিশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০টি মিডিয়া প্রতিষ্ঠান এ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ডিজিটাল ট্রান্সফরমেশন কনটেন্ট মার্কেটিং ও নিউজ ডিস্টিবিউশনে উদ্ভাবনী চর্চার স্বীকৃতি হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো এটি দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বক্তব্য দেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী খৈয়াম সানু সন্ধি।
অনুষ্ঠানে যুগান্তরের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবুল খায়ের চৌধুরী এবং ডিজিটাল মার্কেটিং ইনচার্জ এসকে শাকিল। অন্যান্য অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলো-, বেস্ট টিভি প্রোগ্রাম এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে যমুনা টিভি। এ ছাড়া দ্য বিজনেস স্টান্ডার্ড, ঢাকা ট্রিবিউন, আইস বিজনেস টাইমস, আইস টুডে, দৈনিক সমকাল, দীপ্ত টিভি, চরকি, সময় টিভি, ডিবিসি নিউজ, দুরন্ত টিভি, এটিএন বাংলা, একাত্তর মিডিয়া লিমিটেড, ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, ইত্তেফাক ও ডেইলি স্টার।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest