প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪
মুফতি আশরাফ জিয়া : দাম্পত্য জীবনে টুকটাক ঝামেলা হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু এতে রাগ করে তালাক পর্যন্ত যাওয়া বুদ্ধিমানের কাজ না।
অনেকেই রাগের বশে স্ত্রীকে তালাক দিয়ে বসে। পরে রাগ ভাঙ্গার পর বলতে থাকে, তালাক তো হওয়ার কথা না। আমি তো রাগ ও গোসসা অবস্থায় তালাক দিয়েছি। আজকে আমরা জানবো, রাগ ও গোসসা অবস্থায় তালাক দিলে তালাক হয় কিনা?
এর উত্তর হলো, রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক পতিত হয়। এক তালাক দিলে একটি। এবং তিন তালাক দিলে তিনটি তালাক পতিত হয়।
কেননা তালাক তো দেওয়াই হয় রাগ হয়ে। পৃথিবীর কেউই শান্ত ও প্রফুল্লচিত্তে স্ত্রীকে তালাক প্রদান করে না।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তিনটি বিষয় এমন রয়েছে যা গোসসায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত। (আবু দাউদ ২১৯৪ তিরমিযি ১১৮৪,ইবনে মাজা ২০২৯, মুআত্তা মালেক ১৫৭৯ )
অবশ্য কেউ যদি প্রচণ্ড রেগে যায় ও রাগের ফলে বেহুঁশ হয়ে পড়ে আর এ অবস্থায় সে কী বলেছে তার কিছুই মনে না থাকে তাহলে ওই অবস্থার তালাক কার্যকর হবে না।
সূত্র: রদ্দুল মুহতার ৪/২৫২, ফতোয়া দারুল উলুম দেওবন্দ ৯/৮৪, মুলতাক্বাল আবহুর ২/১০, তানবীরুল আবসার ৪/৪৫২
লেখক: শিক্ষক, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার, মনিরাজপুর, জামালপুর
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest